নব্য চাঁদাবাজদের রুখতে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম। সোমবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ইসলামী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি আরো বলেন, ছাত্রদের এবং আপামর জনতার যৌথ প্রচেষ্টায় ২৪'র গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীন হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন নামক শিরোনামে এ আন্দোলন হলেও এখনো সমাজে বৈষম্য বিদ্যমান। ৭১'র স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সব থেকে বেশি বৈষম্যের শিকার হয়ে আসছে ইসলামপন্থীরা। আগামীতে এমনটা হওয়ার সুযোগ দেয়া হবে না। এজন্য তিনি ছাত্রজনতাসহ সর্বস্তরের তৃণমূলকে সবসময় অধিকার আদায়ের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
তিনি আরও বলেন, এদেশ হবে আগামীতে ইসলাম পন্থীদের দেশ। এরজন্য তিনি সকলকে যথেষ্ট পরিমাণ যোগ্য হওয়ার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইউসুফ আহমদ মানসুর।
জেলা সভাপতি এম এম সালাউদ্দিন এর সভাপতিত্বে আয়োজিত জেলা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম, বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম, বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ ইদ্রিস আলী, শেখ শামসুল আলম মিলন, এসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কাওছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ হাফিজুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী গাজী মুহাম্মাদ ওসমান গনী, মহানগর ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আরিফুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন (রোকন) ডাকুয়া, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক জেলা সভাপতি মুফতি নাসির উদ্দিন নাইস, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ সানাউল্লাহ।
সম্মেলন শেষে এম এম সালাউদ্দিনকে সভাপতি, সাজিদুর রহমানকে সহ-সভাপতি ও ফয়জুল করিমকে সাধারণ সম্পাদক করে ২০২৫ সেশনের বরিশাল জেলা কমিটি ঘোষণা করা হয়।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.