হোম | সাম্প্রতিক দেশ
  • বিস্তারিত খবর

ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

/ ০৮-০৩-২০২৫
ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার রমজানের ৬ষ্ঠ দিনে রাজধানী ঢাকার পল্লবী  প্রিন্স কিচেন কনভেনশন সেন্টারে  ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি (পাবনা জেলাধীন আংশিক সাঁথিয়া, বেড়া, আমিনপুর থানা) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২০২৫ অনুষ্ঠিত হয়।

কাশিনাথপর এর কৃতি সন্তান রোটারি পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর এএফএম আলমগীর এফসিএ,(চীফ এক্সিকিউটিভ পার্টনার - আর্টিসান চার্টার অ্যাকাউন্টেন্টস) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুরের কৃতি সন্তান যমুনা ব্যাংক পিএলসি এর এমডি ও সিইও জনাব মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী আজহারুল ইসলাম (সাবেক মেম্বার পিডিবি), সাংবাদিক পারভেজ খান (প্রতিষ্ঠাতা সভাপতি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন), মোহাম্মদ খাইরুজ্জামান কামাল (জ্যেষ্ঠ সাংবাদিক, বাসস),  এ্যডভোকেট রফিকুল ইসলাম (সুপ্রীম কোর্ট বাংলাদেশ),জনাব মোঃ জবদুল ইসলাম পরিচালক, বাংলাদেশ ব্যাংক, জনাব মোঃ সাইদুল ইসলাম, পরিচালক পাসপোর্ট অধিদপ্তর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাশিনাথপুরের কৃতি সন্তান ব্যাংক কর্মকর্তা মোঃ শাহীদুল ইসলাম।

ঢাকায় বিভিন্ন পেশায় কর্মরত পাবনা জেলার বৃহত্তর কাশিনাথপুর এর সবাইকে নিয়ে গঠিত ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি  সংগঠনটি একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।  অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে এমন আয়োজনকে সাধুবাদ জানানো হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন এই সংগঠনের মাধ্যমে ঢাকায় বসবাসরত বৃহত্তর কাশিনাথপুর এলাকার সকলের মধ্যে পারস্পরিক ভাতৃত্ববোধ গড়ে উঠবে। 
উপস্থিত অতিথিবৃন্দ বলেন ঢাকাতে এমন আয়োজন এর আগে কখনোই হয়নি। এই সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যেতে পরবো। আলোচনা পরবর্তীতে দোয়া ও মোনাজাত করা হয়। 

উল্লেখ্য, উত্তর বঙ্গের প্রবেশদ্বার কাশিনাথপুর, পাবনা জেলার সাঁথিয়া উপজেলায় অবস্থিত। কাশীনাথপুরের দক্ষিণ-পশ্চিমে আহম্মদপুর ও ক্ষেতুপাড়া ইউনিয়ন, উত্তরে চাকলা ও করমজা ইউনিয়ন, পূর্বে জাতসাখিনি ইউনিয়ন দ্বারা বেষ্টিত। কাশীনাথপুরের দক্ষিণ দিক দিয়ে আত্রাই নদী প্রবাহিত।
আরও উল্লেখ্য যে, ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি ২০২৪ ঢাকায় ইফতার ও দোয়া মাহফিল এর মাধ্যমে একটি অরাজনৈতিক সংগঠন হিসেবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ঈদে দূস্থদের মাঝে খাবার বিতরণ,বাস,লঞ্চ ও ফেরি ঘাটে ঈদে চলাচল যাত্রীদের জন্য সচেতনতা মূলক ব্যানার ও ফেস্টুন লাগানো,  কাশিনাথপুরের চা চক্র ও স্কুল মাঠ পরিস্কার অভিযান, দেশের ভয়াবহ বন্যায় বিমান বাহিনীর কাছে বন্যার্তদের জন্য খাবার বিতরণ, বৃহত্তর কাশিনাথপুর এলাকার এতিমখানায় শীতবস্ত্র বিতরণ   করা হয়।

3 Comments:

  1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    1. Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

    Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked