আমলা নির্ভরতা না কমালে দুর্নীতি দমন কমিশন সংস্কারে সফলতা আসবে না- বলেছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। বলেন, শুধু আমলাতন্ত্র নয়, দুর্নীতিমুক্ত করতে হবে রাজনৈতিক অঙ্গনকেও।
রবিবার (৮ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতিমুক্ত দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে সচেতনতামূলক মানববন্ধন করেছে টিআইবি। সেখানে উঠে আসে বিগত ১৬ বছরের দুর্নীতির চিত্র।
২০০৯ থেকে ২০২৪ সাল পর্যাপ্ত সরকারি সেবা পেতে নাগরিকদের এক লাখ ৪৫ হাজার ২৫২ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে। যা আগামীতে বন্ধ করা না গেলে দুর্নীতি থামানো সম্ভব হবে না। আর নাগরিকরা বঞ্চিত হবে রাষ্ট্রের সেবা থেকে-অভিমত টিআইবির নির্বাহী পরিচালকের।
ড. ইফতেখারুজ্জামান বলেন, সাঁড়াশি অভিযানের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারিসহ রাজনৈতিক অঙ্গনকে দুর্নীতি মুক্ত করতে হবে।
টিআইবির হিসাবে, গত ১৬ বছরে বিদেশে পাচার হয়েছে বছরে ১৫ বিলিয়ন ডলার। যে কারণে ব্যাংকিং খাতসহ দেশের অর্থনীতি ধ্বংসের দুয়ারে। দুর্নীতি বন্ধ করতে হলে দুদকের নতুন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পরামর্শ দেন তিনি।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.