নিজস্ব প্রতিবেদক: ৭ মে বুধবার পাবনার সাঁথিয়া উপজেলার কাশীনাথপুরে শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী অনুষ্ঠিত হলো পাঠক সম্মিলন ও বইমেলা। ভিন্নধারার এ আয়োজনে পাঠাগার নিয়ে আলোচনা এবং স্থানীয় বিভিন্ন পাঠাগারের পাঠক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বইপাঠ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী। মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার ও প্রয়াস পাবলিক লাইব্রেরির উদ্যোগে এবং সিদীপের সহযোগিতায় (সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস) আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ মিলনায়তনে ‘জাতি ও সভ্যতার বিকাশে গ্রন্থ ও গ্রন্থাগারের অপরিহার্যতা’ শীর্ষক মূল আলোচনা উপস্থাপন করেন শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান। এ নিয়ে আরও আলোচনা করেন সম্মিলিত পাঠাগার আন্দোলনের সভাপতি আবদুস ছাত্তার খান, বিশিষ্ট লেখক শিশির মল্লিক ও ভাস্কর ও চিত্রশিল্পী বিপ্লব দত্ত।
ছবি: কামরুল ইসলাম
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উক্ত কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরিত কুমার কুণ্ডু। অনুষ্ঠানটি সঞ্চালন করেন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাহবুব হোসেন।
সকালে কলেজের বারান্দায় মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয়। বইমেলায় বইয়ের পসরা নিয়ে উপস্থিত ছিলো কলি প্রকাশনী, গ্রাম প্রকাশনী, দয়ালনগর বাহারুন্নেছা পাবলিক লাইব্রেরী ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগার। মাতৃভাষা ও শিক্ষা, একাত্তরের হজমিওয়ালা, আমাদের শিক্ষা: নানা চোখে এবং পাবনার কবি ও কবিতা- এ চারটি বইয়ের উপর সেরা রচনালেখক ছাত্রছাত্রীকে পুরস্কার দেয়া হয়। স্কাইলার্ক পথপাঠাগার, দীপশিখা পাঠাগার, মাশুমদিয়া বইঘর ও মোহাম্মদ ইয়াহিয়া মুক্তপাঠাগারের সেরা পাঠক-পাঠিকাকেও পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ছিলো উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, মুক্তপাঠাগার নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি।
ছবি: কামরুল ইসলাম
শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজে দিনব্যাপী এ পাঠক সম্মিলন, বইমেলা ও আলোচনা অনুষ্ঠান শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে প্রাণবন্ত করে তোলে।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.