স্টাফ রিপোর্টার : ১৯০৫ সালে প্রতিষ্ঠিত রোটারি ইন্টারন্যাশনাল "Service Above Self" এই নীতিবাক্যকে লক্ষ্য করে বিশ্বব্যাপী রোটারি বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে। রোটারি ডিস্ট্রিক্ট-৬৪, বাংলাদেশ এর ৩৭ বছরের ঐতিহ্যবাহী রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট সামাজিক দ্বায়বদ্ধতা থেকে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ক্লাবের বিভিন্ন প্রজেক্ট এর পাশাপাশি ৫ জুন শুক্রবার ক্লাবের আরসিসি কাশিনাথপুর এ আয়নালের পরিবারকে স্বাবলম্বী করতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইস্টের পক্ষ থেকে রিকশা ভ্যান হস্তান্তর করা হয়।
আর্থিকভাবে অস্বচ্ছলতায় জীবনযাপন করলেও মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকা পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর ইউনিয়নের গোপালপুর পূর্বপাড়া গ্রামের মোঃ আয়নাল মিয়ার পরিবারের পাশে দাড়ালো রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট।
উক্ত ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোঃ মোস্তফা জামান।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম, সভাপতি ইলেক্ট রোটারিয়ান মো. তোফায়েল আহমেদ সিন্টু, রোটারিয়ান মো. মাসুদ খান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরসিসি কাশিনাথপুর এর সদস্য কবি ও গীতিকার মো. হুমায়ুন কবির, মো. মাসুদুর রহমান মাসুদ, মো. ফজলুর রহমান, মো. মাহবুব হোসেন, এ্যাডভোকেট শাহ আলম স্বপন খন্দকার, মো. সিহাব খান, মো. মোস্তফাজ্জামান টিটু, মো. আব্দুর রউফ, শ্রী চন্দন সাহা, মো শাহাদাত হোসেন।
উল্লেখ্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট তাদের কার্যক্রম গ্রামীণ জনপদের আর্থিক অসচ্ছলদের মাঝে সেবা দেয়ার জন্য পাবনা জেলার কাশিনাথপুরে ১০টি গ্রাম নিয়ে আরসিসি কাশিনাথপুর গঠন করে। গত কয়েক বছর এই আরসিসি কাশিনাথপুর এলাকায় শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালয়,এদ্রাকপুর আলিম মাদ্রাসায় ৩০ জন আর্থিক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করছে।
রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।
বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস), বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ, কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে।
এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান, বিনামূল্যে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন,বন্যায় ক্ষতিগ্রস্থের ঘড় সংস্কারের জন্য আর্থিক সহায়তা, বৃক্ষরোপন, শীতবস্ত্র বিতরণ উল্লেখযোগ্য।
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.
Lorem Ipsum has been the industry’s standard dummy text ever since the 1500s, when an unknown printer took a galley of type and scrambled it to make a type specimen.